রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাত থেকে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা জোরদার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ এএম আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ এএম
শেষ রাতে ছবিটি তোলা-এনপিবি
expand
শেষ রাতে ছবিটি তোলা-এনপিবি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ‘অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি’ শ্রেণির নিরাপত্তা দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে- এমন আলোচনা চলতে থাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হঠাৎ করেই নিরাপত্তা বাড়াতে দেখা গেছে।

রবিবার গভীর রাতের পর হাসপাতালের সামনের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয় এবং ব্যারিকেড বসানো হয়।

বিএনপির শীর্ষ পর্যায়ের কয়েকটি সূত্র জানায়, খালেদা জিয়ার জন্য ভিভিআইপি নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত ইতোমধ্যে উচ্চপর্যায়ে অনুমোদিত হয়েছে এবং এ নিয়ে গেজেট প্রকাশের প্রস্তুতিও সম্পন্ন।

ধারণা করা হচ্ছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানাতে পারে।

হঠাৎ নেওয়া এই উদ্যোগ নিয়ে বিএনপির ভেতরে নানা আলোচনা চলছে। নেতাদের কেউই স্পষ্ট কারণ ব্যাখ্যা করতে না পারলেও দলের একটি সূত্র মনে করছে, সরকার বিএনপির প্রতি ইতিবাচক সংকেত দিতেই এমন সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে সোমবার রাত ১২টা ৩৫ মিনিটের দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বের হতে দেখা যায়।

তিনি অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে চেয়ারপারসনের সিসিইউতে প্রবেশ করেছিলেন।

এর আগেই বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দেওয়া ওষুধে খালেদা জিয়ার শারীরিক প্রতিক্রিয়া ইতিবাচক রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X