বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিশ্ব ব্যর্থতা দিবস: ভুল নয়, শেখার নতুন সুযোগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১০:৩৮ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আজ ১৩ অক্টোবর—বিশ্ব ব্যর্থতা দিবস। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, ব্যর্থতা কোনো দুর্বলতা নয়; বরং চেষ্টা করার সাহসিকতারই অন্য নাম।

ভাবুন, আপনি কোনো নতুন উদ্যোগ বা কাজ শুরু করেছিলেন, কিন্তু ফল আশানুরূপ হলো না।

তখন কি নিজেকে দোষ দিয়েছেন? যদি দিয়ে থাকেন, তাহলে আজকের দিনটি আপনার জন্যই। কারণ, এই দিন শেখায়—চেষ্টা করাই আসল অর্জন, ব্যর্থতা কেবল শেখার শুরু।

দিবসটির সূচনা

বিশ্ব ব্যর্থতা দিবসের সূচনা হয় ২০১০ সালে ফিনল্যান্ডের আলটো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর হাতে। তাদের লক্ষ্য ছিল ব্যর্থতা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো।

তারা দেখেছিলেন, অনেকে নতুন কিছু শুরু করতে ভয় পায় শুধুমাত্র ‘ব্যর্থ হওয়া’র আতঙ্কে। তাই তারা সিদ্ধান্ত নেন—ব্যর্থতাকে যদি স্বাভাবিকভাবে গ্রহণ করা যায়, তাহলে মানুষ আরও সাহসী হয়ে উদ্যোগ নেবে।

ছোট পরিসরে শুরু হলেও কয়েক বছরের মধ্যেই এটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা এই দিনটিকে গুরুত্বসহকারে পালন করে।

ব্যর্থতার নতুন সংজ্ঞা

আমরা প্রায়ই ব্যর্থতাকে হারের সমান মনে করি। কিন্তু এই দিনটির বার্তা ভিন্ন—ব্যর্থ হওয়া মানে আপনি চেষ্টা করেছেন।

সফল ব্যক্তিদের জীবনে তাকালে দেখা যায়, প্রত্যেকেই একাধিকবার ব্যর্থ হয়েছেন। কিন্তু সেই অভিজ্ঞতাই তাদের পরবর্তী সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে।

এই দিবস মানুষকে উৎসাহ দেয় নিজের ভুল বা ব্যর্থতার গল্প খোলাখুলি শেয়ার করতে, যেন অন্যরাও বুঝতে পারে—ব্যর্থতা জীবনের অংশ, লজ্জার নয়।

কেমনভাবে উদযাপন করা যায়

এই দিনটি উদযাপনের সবচেয়ে সুন্দর উপায় হলো—নিজের ব্যর্থতার গল্প খোলামেলা ভাবে বলা।

কেউ আয়োজন করে ‘ফেল ফেস্টিভ্যাল’, যেখানে সবাই নিজেদের সবচেয়ে মজার বা শিক্ষণীয় ভুলের গল্প বলে।

কেউ আবার ওয়ার্কশপ বা আলোচনা সভা করে, যেখানে নতুন কিছু শেখা হয় ভুলের ভয় ছাড়াই।

অনেকেই আয়োজন করে ‘ফ্লপ ফিল্ম নাইট’—যেখানে বিখ্যাত কিছু ব্যর্থ সিনেমা দেখে শেখা হয়, কীভাবে ব্যর্থতাও এক ধরনের অভিজ্ঞতা হতে পারে।

শেষ কথা

জীবনের পথে হোঁচট খাওয়া মানেই আপনি এগোচ্ছেন। থেমে যাওয়া নয়, বরং আবার উঠে দাঁড়ানোই আসল জয়।

বিশ্ব ব্যর্থতা দিবস আমাদের শেখায়—নিজেকে দোষারোপ নয়, বরং নিজের যাত্রাকে সম্মান জানাতে।

কারণ ভুলের ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে মূল্যবান শিক্ষা।

শুভ বিশ্ব ব্যর্থতা দিবস! আজ ভুল করতেও ভয় পাবেন না—হাসুন, শিখুন, আবার শুরু করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন