

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। আদালত রিভার জামিন না মঞ্জুর করে তিন মাস পর পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, মামলাটির তদন্ত বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ করছে, তাই তদন্ত চলাকালীন তাকে জামিন দেওয়া যুক্তিসঙ্গত হবে না। পরে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করেন। আসামিপক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোজাক্কের।
রিভা ইডেন মহিলা কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে কলেজের ছাত্রীনিবাসে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন।
গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন কলেজের ছাত্রীরা যখন আন্দোলনে যোগ দেন, তখন সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠে রিভার বিরুদ্ধে। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে ছাত্রলীগের কয়েকজন নেত্রীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ শিক্ষার্থীরা। ওই সময় থেকেই আত্মগোপনে চলে যান রিভা।
এরপর গত বছরের ১৫ ডিসেম্বর রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরদিন শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় আদালত তার দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    