বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শেষ কবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:৫৮ এএম আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১২:০১ পিএম
expand
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ, আবেদন শেষ কবে?

বাংলাদেশ সেনাবাহিনী ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগ দিচ্ছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রার্থীদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পাস থাকা আবশ্যক।

আবেদন সংক্রান্ত তথ্য:

প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী

কোর্সের নাম: ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স

পদের নাম: অফিসার ক্যাডেট

শিক্ষাগত যোগ্যতা:

জাতীয় মাধ্যম:

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০।

ইংরেজি মাধ্যম:

ও’ লেভেলে ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে ‘এ’ এবং ৩টিতে ‘বি’ গ্রেড, এবং এ’ লেভেলে ২টি বিষয়ের মধ্যে ন্যূনতম ‘বি’ গ্রেড।

অথবা, ও’ লেভেলে ৬টি বিষয়ে ২টি ‘এ’, ৩টি ‘বি’ ও ১টি ‘সি’ গ্রেড এবং এ’ লেভেলে ২টি বিষয়ে ১টি ‘এ’ ও ১টি ‘বি’ গ্রেড।

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী:

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০।

২০২৫ সালের নিয়মিত এইচএসসি/এ লেভেল পরীক্ষার্থী:

আবেদন করতে পারবেন যারা এসএসসি জিপিএ-৫.০০ বা ও’ লেভেলের ফলাফলে নির্দিষ্ট গ্রেড অর্জন করেছেন।

নির্বাচিত প্রার্থীরা এইচএসসি/এ লেভেল পরীক্ষার ফলাফলের পরই বিএমএতে অংশগ্রহণ করতে পারবেন।

শারীরিক যোগ্যতা:

পুরুষ: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৪ কেজি

নারী: উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৬ কেজি

বয়স:

সাধারণ প্রার্থী: ০১ জুলাই, ২০২৬ তারিখে ১৬–২১ বছর

সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থী: ১৮–২৩ বছর

অন্যান্য শর্তাবলী:

জাতীয়তা: বাংলাদেশি

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন প্রক্রিয়া ও ফি:

আবেদন করতে অনলাইনে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি: টেলিটক/বিকাশ/রকেটের মাধ্যমে ১০০০ টাকা + অনলাইন রেজিস্ট্রেশন ফি ১০০০ টাকা, মোট ২০০০ টাকা (অফেরতযোগ্য)।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর, ২০২৫

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন