রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পে-স্কেল নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

নতুন নবম পে-স্কেল চূড়ান্ত করতে সরকারি কর্মকমিশন (পে-কমিশন) বর্তমানে মতামত সংগ্রহে ব্যস্ত সময় পার করছে।

বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০ জনেরও বেশি সচিবের সাথে চারটি পৃথক পর্বে আলোচনা করে তাদের সুপারিশ ইতোমধ্যেই নথিভুক্ত করা হয়েছে।

পে-কমিশনের দায়িত্বশীল সূত্র বলছে, সচিবরা অতিরিক্ত বা অবাস্তব কোনো প্রস্তাব দেননি; বরং কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশই সামনে এনেছেন।

অনলাইন মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত প্রায় আড়াই শতাধিক সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

সর্বশেষ বৈঠকসমূহে সচিবদের দেওয়া মতামতগুলো এখন সুপারিশ তৈরির মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

কমিশনের এক কর্মকর্তা জানান, সচিবদের মতামত সংগ্রহ করা সহজ ছিল- নাসবাইকে একই সময়ে পাওয়া সম্ভব হয়নি বলে ধাপে ধাপে বৈঠক আয়োজন করতে হয়েছে।

তাদের দেওয়া প্রস্তাব এখন যাচাই–বাছাইয়ের পর্যায়ে আছে। আশা করা যাচ্ছে, নির্ধারিত সময়সীমার মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হবে।

কমিশনের সদস্যদের মতে, প্রস্তাবনাটি চূড়ান্ত করার কাজ দ্রুত গতিতে চলছে এবং ইতোমধ্যে অর্ধেকের বেশি কাজ সম্পন্ন হয়েছে।

নতুন পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাঠামো ও গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X