মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশসহ বহু দেশে জনপ্রিয় ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয়, কিন্তু কেন?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয়
expand
ওয়েবসাইটে হঠাৎ বিপর্যয়

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে বহু পরিচিত ওয়েবসাইট হঠাৎ করে অকার্যকর হয়ে পড়ে। দেশেও বিভিন্ন সাইটে একই ধরনের সমস্যার দেখা মেলে। তদন্তে জানা যায়, ক্লাউডফ্লেয়ারের সিস্টেমে বড় ধরনের গোলযোগ দেখা দেওয়ায় এই বিপর্যয় ঘটে।

এক্স (সাবেক টুইটার), চলচ্চিত্র–রিভিউভিত্তিক প্ল্যাটফর্ম লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে ব্যবহারকারীরা একী ধরনের ত্রুটি বার্তা পান—যেখানে জানানো হয়, ক্লাউডফ্লেয়ার-জনিত ত্রুটির কারণে ওয়েবপেজ লোড করা সম্ভব হয়নি।

পরে ক্লাউডফ্লেয়ার তাদের পক্ষ থেকে জানায় যে, বহু গ্রাহকের সেবা বাধাগ্রস্ত হতে পারে এমন একটি সমস্যার বিষয়ে তারা অবগত এবং তা সমাধানে জরুরি ভিত্তিতে কাজ চলছে। পাশাপাশি নতুন তথ্য পেলেই দেওয়া হবে বলেও তারা জানায়।

ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ, সাইবার আক্রমণ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সেবা পরিচালনায় ক্লাউডফ্লেয়ার বিশ্বব্যাপী ব্যবহৃত হয়। তাই প্রতিষ্ঠানটির যেকোনো অভ্যন্তরীণ ত্রুটি একাধিক সাইটে একযোগে প্রভাব ফেলতে পারে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরও কিছুক্ষণ অকার্যকর ছিল। পরবর্তীতে স্বাভাবিক অবস্থায় ফিরে এলে দেখা যায়—বিশ্বজুড়ে ওয়েবসাইট ডাউন হওয়ার রিপোর্ট হঠাৎ বেড়ে গেছে।

প্রভাবিত ব্যবহারকারীরা যে বার্তাটি দেখতে পেয়েছেন, তাতে ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার সমস্যার কথা উল্লেখ ছিল।

তবে বিশ্বব্যাপী ঠিক কতগুলো ওয়েবসাইট এই বিপর্যয়ের কারণে সেবা ব্যাহত হয়েছে—তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন