সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আসল নাকি এআইয়ের বানানো ভিডিও বুঝবেন কীভাবে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
গ্রাফিক্স : এনপিবি
expand
গ্রাফিক্স : এনপিবি

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এখন এতটাই উন্নত যে কোন ভিডিওটি বাস্তব আর কোনটি সফটওয়্যার দিয়ে বানানো, এটা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়।

বিশেষ করে ডিপফেক ভিডিওতে কারও মুখ, কণ্ঠস্বর এমনকি পুরো দৃশ্যই বদলে দেওয়া সম্ভব। তবে কিছু লক্ষণ খেয়াল করলে নকল ভিডিও ধরা পড়ে যেতে পারে।

১. মুখ আর ঠোঁটের মিল না থাকা

ডিপফেক ভিডিওতে সাধারণত কথার সঙ্গে ঠোঁটের মুভমেন্ট পুরোপুরি মেলে না। হাসি, ভ্রু বা চোখের কোণে স্বাভাবিক ভাঁজ না থাকা কিংবা মুখের পেশির মুভমেন্টে অস্বাভাবিকতা থাকলে সন্দেহ হওয়া স্বাভাবিক।

২. চোখের পলকে সমস্যা

বাস্তব মানুষ নিয়মিত পলক ফেলে, চোখ নড়াচড়া করে। কিন্তু নকল ভিডিওতে চোখ অনেক সময় অনিয়মিতভাবে পলক ফেলে বা একই দিকে স্থির থাকে। কখনও আবার পলক না পড়েই দীর্ঘসময় চলে যায়।

৩. আলো–ছায়ায় অসঙ্গতি

একজনের মুখে আলো পড়ছে এক দিক থেকে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আলো দেখাচ্ছে অপর দিক থেকে—এ ধরনের অসামঞ্জস্য ডিপফেকের পরিচিত লক্ষণ। শরীরের ছায়া ও মুখের ছায়া মিল না থাকলেও একই সমস্যা দেখা যায়।

৪. কণ্ঠের কৃত্রিমতা

এআই-তৈরি কণ্ঠ সাধারণত একটু রোবোটিক শোনায়। স্বরলয়ের ওঠানামা ঠিক থাকে না, টোন কৃত্রিম মনে হয় এবং পরিবেশের শব্দের সঙ্গে মিল পাওয়া যায় না।

৫. অঙ্গভঙ্গিতে অদ্ভুততা

মুখের অভিব্যক্তি ও শরীরের ভঙ্গিমা যদি একসাথে না মিলে—যেমন মুখ হাসছে কিন্তু শরীর স্থির—তাহলে সেটা জেনারেটেড ভিডিও হওয়ার সম্ভাবনা থাকে।

৬. ব্যাকগ্রাউন্ড বিকৃতি

ডিপফেক ভিডিওতে পেছনে ঝাপসা বা বিকৃত অংশ দেখা যায়, বিশেষ করে চুল, গয়না, কাচের মতো ডিটেইলে। ছায়ার আকারও অনেক সময় অস্বাভাবিক হয়।

৭. মেটাডেটা পরীক্ষা

ভিডিও ডাউনলোড করে মেটাডেটা চেক করলে কখনও কখনও ব্যবহৃত সফটওয়্যার বা এডিটিং টুলের নাম পাওয়া যায়। এগুলো নকল ভিডিওর ইঙ্গিত দিতে পারে, যদিও অনেকেই এগুলো মুছে দেয়।

৮. উৎস যাচাই

ভিডিওটি কোথা থেকে এসেছে—এটি খুব গুরুত্বপূর্ণ। অচেনা পেজ, নতুন অ্যাকাউন্ট বা সন্দেহজনক উৎস হলে তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। একই ভিডিও বিশ্বস্ত কোনো মাধ্যমে প্রকাশিত হয়েছে কিনা সেটাও দেখা উচিত।

৯. রিভার্স সার্চ

ভিডিওর একটি ফ্রেম নিয়ে সার্চ দিলে বোঝা যায় এটি আগে অন্য কোনো ভিডিও বা ঘটনার সঙ্গে মিল আছে কিনা। মিল পাওয়া গেলে ভিডিওটি সম্ভবত ভুয়া।

১০. ডিপফেক শনাক্তকরণ টুল

এখন অনলাইনে এমন অনেক টুল আছে যা ভিডিও স্ক্যান করে জানায় এটি নকল কিনা। যেমন: Deepware Scanner, Hive Moderation, Intel FakeCatcher ইত্যাদি। এগুলো ভিডিওর ফ্রেম, মুখের নড়াচড়া ও ভিজ্যুয়াল সিগন্যাল বিশ্লেষণ করে ফল দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন