

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বজুড়ে কোটি মানুষের তথ্যভরসার জায়গা এখনো গুগল। বছরের শেষে সার্চ-ট্রেন্ড বিশ্লেষণে স্পষ্ট হয়েছে—গত বছর কোন ঘটনা, ব্যক্তি বা প্রশ্নকে ঘিরেই বেশি কৌতূহল জমেছে বিশ্বব্যাপী।
কারও জন্য বছরটি ছিল নতুন অভিজ্ঞতা ও আনন্দের, আবার অনেকে পেরিয়েছেন দুঃসময় আর চ্যালেঞ্জ। তবে দৈনন্দিন তথ্য, বিনোদন, স্বাস্থ্য, প্রযুক্তি কিংবা সাম্প্রতিক ঘটনার উত্তর জানতে মানুষের প্রধান ভরসা থেকেছে গুগল সার্চই।
গুগলের চলতি বছরের পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি অনুসন্ধান করা প্রশ্নের শীর্ষে ছিল— ‘কী দেখব?’ (What to watch)। ট্রাফিক বিশ্লেষণে দেখা যায়, এই একটি প্রশ্ন থেকেই প্রতি মাসে গড়ে প্রায় ৭৫ লাখবার অনুসন্ধান করা হয়েছে।
দ্বিতীয় স্থানে ছিল আমার আইপি ঠিকানা কী? এটি মাসে গড়ে ৩৬ লক্ষাধিক বার অনুসন্ধান করা হয়েছে। এ ছাড়া হোয়্যার আই অ্যাম, কীভাবে ওজন কমানো যায়, আমি এখন কোথায়– এসব প্রশ্ন গুগল সার্চের তালিকার একেবারে ওপরের সারিতে জায়গা করে নিয়েছে। সব মিলিয়ে গুগল সার্চ ট্রেন্ড বলছে, সদ্য শুরু হওয়া বছরে মানুষের আগ্রহের কেন্দ্রে থাকবে বিনোদন, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, বহির্বিশ্বের ঘটনা ও দৈনন্দিন জীবন-ঘনিষ্ঠ হাজারো ধরনের প্রশ্ন।
বিদায়ী বছরের গবেষণা বলছে, এই সার্চ ট্রেন্ডই তুলে ধরছে স্মার্ট জীবনধারায় সবাই এখন অনেক বেশি মনোযোগী আর ডিজিটালবান্ধব।
মন্তব্য করুন

