বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

যেসব এলাকায় ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
ঘন কুয়াশা
expand
ঘন কুয়াশা

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ আরও জোরালো হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (৭ জানুয়ারি) ভোরের দিকে কিছু এলাকায় তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় শীতের তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কয়েকটি জেলায় সকাল ৬টার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকতে পারে।

কুয়াশা পরিস্থিতি নিয়ে তিনি জানান, ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম উপগ্রহের চিত্র বিশ্লেষণে দেখা গেছে—ফেনী, সিলেট ও সুনামগঞ্জ ছাড়া দেশের প্রায় ৬১টি জেলার ওপর কুয়াশার স্তর রয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর চট্টগ্রাম ও সিলেট বাদে অন্য বিভাগগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়তে পারে। আর চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে কুয়াশা তুলনামূলক হালকা থেকে মাঝারি হতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় দুপুরের আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে সূর্যের আলো দেখা যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে, আকাশ থাকবে আংশিক মেঘলা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচল, সড়ক যোগাযোগ ও অভ্যন্তরীণ নৌযান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে।

বুধবার ও বৃহস্পতিবার (৭–৮ জানুয়ারি) উভয় দিনই মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চলতি মাসে একাধিক শৈত্যপ্রবাহ দেশের ওপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X