বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এক এনআইডিতে একাধিক হ্যান্ডসেট নিবন্ধনের কারণ জানালো বিটিআরসি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৫:৩৪ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর পর অনেক গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সঙ্গে একাধিক মোবাইল হ্যান্ডসেট নিবন্ধিত দেখানোর বিষয়টি সামনে এসেছে। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) বলছে, এটি কোনো প্রযুক্তিগত ত্রুটি নয়।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী জানান, অভিযোগ পাওয়ার পর একাধিক কেস স্টাডির মাধ্যমে বিষয়টি যাচাই করা হয়েছে। এতে এনইআইআর সিস্টেমে কোনো ধরনের ত্রুটি পাওয়া যায়নি। তাঁর মতে, চারটি কারণে একজন গ্রাহকের এনআইডিতে নিবন্ধিত হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখা যেতে পারে।

তিনি বলেন, প্রথমত, এনইআইআর-এ হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এনআইডির সঙ্গে সিম কার্ডের মাধ্যমে সমন্বয় হয়। ফলে একজন গ্রাহক তার সিম যতগুলো হ্যান্ডসেটে ব্যবহার করেছেন, তা অল্প সময়ের জন্য হলেও, সেসব হ্যান্ডসেট তার এনআইডিতে নিবন্ধিত হিসেবে দেখাতে পারে।

দ্বিতীয়ত, অনেকেই পুরোনো বা ব্যবহৃত সিম কিনে থাকেন। সেক্ষেত্রে সিমের আগের মালিক যে সব হ্যান্ডসেটে সেটি ব্যবহার করেছেন, সেগুলোও নতুন গ্রাহকের এনআইডিতে নিবন্ধিত দেখাতে পারে।

তৃতীয়ত, অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা এনইআইআর চালুর আগে তাদের অবৈধ সেট বৈধ করতে গ্রাহকের ক্লোন সিম ব্যবহার করে নেটওয়ার্কে যুক্ত করতে পারে। এর ফলে সংশ্লিষ্ট গ্রাহকের এনআইডিতে অতিরিক্ত হ্যান্ডসেট যুক্ত হয়ে যেতে পারে।

চতুর্থত, কিছু দুর্বৃত্ত গ্রাহকের অজান্তেই সিম ক্লোন করে ভিওআইপিসহ বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করে। এর কারণেও একজন গ্রাহকের নামে নিবন্ধিত হ্যান্ডসেটের সংখ্যা বেড়ে যেতে পারে।

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, যেসব ঘটনা ঘটেছে, এসব মিথ্যা না। এসব আগেই ছিল। কিন্তু আমরা জানতে পারিনি। এনইআরআই চালুর পর এই সত্যগুলো আমাদের সামনে উন্মোচিত হয়েছে। গ্রাহকদের এসব নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা সব ঘটনা যাচাই করে ব্যবস্থা নিচ্ছি। শিগগিরই সমস্যাগুলো দূর হবে।

হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে গত বৃহস্পতিবার থেকে চালু হয় এনইআইআর। কর ফাঁকি, অবৈধ ও নকল সেট দেশে আসা ঠেকানো এবং অপরাধ দমনের জন্য এই পদ্ধতি চালু করা হয়েছে বলে দাবি করছে সরকার।

বিটিআরসি বলছে, এনইআইআর চালুর ফলে অবৈধভাবে দেশে আসা ফোন আর নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। পাশাপাশি বিদেশ থেকে অবৈধভাবে আনা পুরোনো ফোনের ব্যবসাও বন্ধ হয়ে যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X