বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পরীক্ষায় ফেল করায় স্কুলে তালা দিলেন বিএনপি নেতার ছেলে

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭ পিএম
স্কুলে তালা দিলেন বিএনপি নেতার ছেলে
expand
স্কুলে তালা দিলেন বিএনপি নেতার ছেলে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার দাবিতে স্কুলের শিক্ষকদের সাথে অসদাচরণ করে স্কুলে তালাবদ্ধ করে দিয়েছে।

স্কুল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নপতা আব্দল আজিজ'র ছেলে আরিফ সকালে স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ আরিফের কাছে জানতে কয় বিষয়ে ফেল করেছে।

আরিফ জানায় আমি সাত বিষয়ে ফেল করেছি। এসময় সে শিক্ষক কে হুমকি দিয়ে বলে আমাকে সুযোগ না দিলে যারা একদুই বিষয়ে ফেল করেছে তাদের কাউকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ দেওয়া যাবে না। সুযোগ দিলে স্কুলে তালাবদ্ধ করে রাখবো। একথা বলেই সে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে ফেলে। এসময় তার সাথে আরো কয়েকজন ছিলো।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় নি। এজন্য সে আজ স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের পিতা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ বলেন, আমি এবিষয়ে জানি না। আমি বিএনপির রাজনীতি করি। আমার ছেলে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না।

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে জানি না খোঁজখবর নিয়ে দেখতেছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X