

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা ছাত্রদল। একই সঙ্গে তাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিকের যৌথ স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকেও জুবাইদুল ইসলাম শামীম সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়েছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ১ জানুয়ারি রাতে বকশীগঞ্জ উপজেলার পোল্লাকান্দি গ্রামে এক সন্তানের জননীর সঙ্গে অনৈতিক অবস্থায় থাকার সময় এলাকাবাসী শামীমকে হাতেনাতে আটক করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। পরে উপজেলা বিএনপি নেতা মিস্টার গাজী ও পৌরসভার সাবেক কমিশনার সুজন মেম্বার ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের দাবি, ঘটনার সঙ্গে জড়িত ওই নারী ও তার তিন বছর বয়সী শিশু সন্তান বর্তমানে শামীমের বাসায় অবস্থান করছেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল এনপিবি-কে বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও নৈতিক অবস্থান অক্ষুণ্ন রাখা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই শোকজ নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত মৌখিকভাবে নারীটিকে তার স্ত্রী দাবি করেছেন—সে বিষয়ে প্রমাণসহ লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিকভাবে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমের মুঠোফোনে (০১৭১****৪৪) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন
