

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নব্বই দশকের বাংলাদেশের বিনোদন অঙ্গনের আলোচিত মডেলদের একজন ফারজানা রিয়া চৌধুরী। তবে দীর্ঘদিন ধরেই অভিনয় ও মডেলিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। বর্তমানে স্বামী ও সন্তানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন রিয়া।
সম্প্রতি অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন এই সাবেক জনপ্রিয় মডেল। দীর্ঘদিন পর ঢাকায় তাঁর উপস্থিতি নজরে আসে একটি আড্ডায়। সেই আড্ডার কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রিয়াকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি হয়।
জানা যায়, গত ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসেন রিয়া। দেশে ফেরার আগে তিনি যুক্তরাষ্ট্র থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে আয়োজিত আড্ডায় তাঁকে দেখা যায়। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, মডেল সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউস বিশ্বরঙের স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান। রিয়ার দেশে আগমন উপলক্ষ করেই এই আড্ডার আয়োজন করা হয়।
আড্ডা প্রসঙ্গে বিপ্লব সাহা জানান, আগামী ৯ জানুয়ারি পরিবারের সদস্যদের সঙ্গে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন রিয়া। তিনি বলেন, ‘বিনোদন অঙ্গনের সঙ্গে রিয়ার এখন আর কোনো সম্পৃক্ততা নেই। পরিবার নিয়েই নিজের মতো করে থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আমরা তাঁর কাছের মানুষরা সেই সিদ্ধান্তকে সম্মান করি। দেশে আসার পর ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে গল্প–আড্ডার পরিকল্পনা হয়, সেভাবেই এই আয়োজন।’
মন্তব্য করুন

