

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে নতুন করে ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগে বিশেষ নজর কেড়েছেন বিশ্ববিদ্যালয়েরই চারজন প্রাক্তন শিক্ষার্থী, যারা নিজ নিজ বিভাগে শিক্ষক হিসেবে ক্যারিয়ার শুরু করার সুযোগ পেয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৬৮তম রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে ৮টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত চার সাবেক শিক্ষার্থীর মধ্যে পরিসংখ্যান বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কবির হোসেন একই বিভাগে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবিহা তাসমিমও নিজ বিভাগে প্রভাষক পদে যোগ দিয়েছেন।
এছাড়া, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ২০১২–১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল হাসান একই বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। অন্যজন হলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জুবায়ের আলম রাফি, যিনি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-তে প্রভাষক হিসেবে নিযুক্ত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেধাবীদের এমন সাফল্যে আনন্দিত বর্তমান শিক্ষার্থীরা। নিজ ক্যাম্পাসে শিক্ষক হিসেবে ফিরে আসাকে নিজেদের জন্য বড় অর্জন ও অনুপ্রেরণা হিসেবে দেখছেন নবনিযুক্ত শিক্ষকরাও।
মন্তব্য করুন
