

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে থাকা বাংলাদেশের পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরকে হাসপাতাল থেকে তার নিজ বাড়িতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।
হাসপাতাল সূত্র জানিয়েছে, বাড়িতে চিকিৎসক ও লাইফ সাপোর্টসহ প্রয়োজনীয় মেডিকেল সুবিধা দিয়ে তাকে রাখা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে আত্মগোপনে থাকা ওবায়দুল কাদের বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত ২ জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থা সংকটজনকভাবে খারাপ হওয়ায় তাকে কলকাতার বাইপাসের কাছে অবস্থিত অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি হওয়ার আগে নিউ টাউনের বাড়িতেই তার অক্সিজেন সরবরাহ চলছিল। হাসপাতালে নেওয়ার পর তাকে ভেন্টিলেশনে রাখা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসার সত্ত্বেও তার অবস্থার সংকট অব্যাহত রয়েছে।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন তাকে হাসপাতালে রাখার পরিবর্তে বাড়িতে ফিরিয়ে দেওয়া হবে।
গত জুনে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানিয়েছিলেন, তিনি এখনও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কলকাতাতেই অবস্থান করছেন। তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানের পর তিন মাস বাসা বদল করে আত্মগোপনে ছিলেন এবং ২০২৪ সালের নভেম্বর মাসে দেশ ত্যাগ করেছেন।
২০১৬ সালের অক্টোবর থেকে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত দেশের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছেন। নোয়াখালী-৫ আসন থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
মন্তব্য করুন

