বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সব জায়গায় সমস্যা করছে, কয়টায় যাব: শিবিরের জিএস প্রার্থী

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ পিএম আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
বিফ্রিংয়ে ছাত্রশিবিরের জিএস প্রার্থী  আব্দুল আলিম আরিফ
expand
বিফ্রিংয়ে ছাত্রশিবিরের জিএস প্রার্থী  আব্দুল আলিম আরিফ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রেই সমস্যা হওয়ার অভিযোগ করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য পরিষদের’ জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ।

তিনি বলেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা প্রিজাইডিং অফিসারের কাছে ঠিক মতো যাচ্ছে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে অনুষ্ঠিত এক বিফ্রিংয়ে এসব কথা বলেন তিনি।

ভোট বর্জনে কোনো সুযোগ নেই মন্তব্য করে এসময় শিবির সমর্থিত এই জিএস প্রার্থী বলেন, যারা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন, সারিতে দাঁড়িয়ে আছেন; তাদের ভোট নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রতিটি বুথের সামনেই শিক্ষার্থীদের দীর্ঘ সারি রয়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছেন।

জয়ী হলে শিক্ষার্থীদের দেয়া ওয়াদা পালন করা হবে জানিয়ে রিয়াজুল ইসলাম বলেন, পরাজিত হলে বিজয়ীদের পাশে থাকব।

উল্লেখ্য যে, প্রথমবারের মতো ভোট হচ্ছে জকসু প্রতিনিধি নির্বাচনের।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা থাকলেও, তা গড়ায় সোয়া ৯টায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X