

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চোখ মানুষের সবচেয়ে সংবেদনশীল অঙ্গগুলোর একটি। তাই সামান্য সমস্যাতেও সতর্ক হওয়া জরুরি। অনেক সময় ঘুম থেকে উঠে দেখা যায় চোখ ফুলে গেছে, পাতায় ফুসকুড়ির মতো কিছু বেরিয়েছে, ব্যথায় চোখ খোলা যাচ্ছে না। এর সঙ্গে চোখ দিয়ে পানি পড়া বা পুঁজ হওয়াও অস্বাভাবিক নয়। এ ধরনের অবস্থাকেই চিকিৎসাবিজ্ঞানের ভাষায় অঞ্জনি (Stye) বলা হয়।
চোখের পাতায় অসংখ্য ক্ষুদ্র তেল গ্রন্থি থাকে। মৃত ত্বক, ধুলো-ময়লা কিংবা অতিরিক্ত তেলের কারণে এই গ্রন্থিগুলো বন্ধ হয়ে যেতে পারে। একবার গ্রন্থি বন্ধ হয়ে গেলে ভেতরে ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দেয়। এর ফলেই অঞ্জনি তৈরি হয়। এটি চোখের ভেতরের দিকে যেমন হতে পারে, তেমনি বাইরের পাতায়ও দেখা দিতে পারে।
চোখে অঞ্জনি হলে প্রাথমিকভাবে কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে....
১. একটি পরিষ্কার কাপড় গরম পানিতে ভিজিয়ে নিয়ে আক্রান্ত স্থানে ৫–১০ মিনিট সেঁক দিন। দিনে ২–৪ বার এভাবে করলে আরাম পাওয়া যায়। ২. গরম সেঁকে ফোলা কমে যায় এবং ইনফেকশন দ্রুত শুকাতে সাহায্য করে। ৩. যদি ব্যথা তীব্র হয়, চোখে দৃষ্টি ঝাপসা হয়ে আসে, সংক্রমণ আশেপাশে ছড়িয়ে পড়তে থাকে অথবা কয়েক সপ্তাহেও অঞ্জনি না সারে, তবে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।
চোখের সমস্যা অবহেলা করলে জটিলতা বাড়তে পারে। তাই পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, হাত না ধুয়ে চোখ না ঘষা এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    