

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে প্যানেলের প্রার্থীরা ছাড়াও প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মিছিলের সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যেমন: ‘ভোট চোর, ভোট চোর, প্রশাসন ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন, মানি না মানব না’ এবং ‘ভোট চোরদের গদিতে আগুন জ্বালো একসাথে’। মিছিলটি টিএসসি থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
দিনভর ভোটগ্রহণ শেষে ছাত্রদলের নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান-এর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সিনেট ভবনে নির্বাচন সংক্রান্ত লিখিত অভিযোগ দাখিল করেন। তারা অভিযোগ করেছেন, ভোটে কারচুপি হচ্ছে এবং প্রশাসন জামায়াত–শিবিরের পক্ষে কাজ করছে। এছাড়া নির্বাচনী কেন্দ্রগুলোতে বিভিন্ন অনিয়মের কথাও উল্লেখ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী। সাক্ষাৎকালে ছাত্রদলের নেতাকর্মীরা টেবিল থাপরিয়ে এবং উচ্চবাক্য ব্যবহার করে তাদের অসন্তোষ প্রকাশ করেন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
