

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে টিএসসি ভোটকেন্দ্রে এক ভোটারকে আগেই টিক দেওয়া ব্যালট দেওয়ার অভিযোগে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিষয়টি জানিয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।
রূপাইয়ার দাবি, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার পরিচিত ভোটার লাবু রাখাইন ভোট দিতে গেলে দেখেন, হাতে দেওয়া ব্যালটে ভিপি প্রার্থী সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের নামের পাশে আগেই ‘ক্রস’ দেওয়া রয়েছে। অভিযোগ অনুযায়ী ঘটনাটি ঘটে টিএসসি কেন্দ্রের টেবিল নম্বর ১-এ।
রূপাইয়ার প্রশ্ন, “আগেই টিক দেওয়া ব্যালট ভোটারের হাতে কেন দেওয়া হলো? এমন ব্যালট তো সরাসরি ব্যালট বাক্সে যাওয়ার কথা।”
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মুখপাত্র শরিফ ওসমান হাদি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “আগে টিক দেওয়া ব্যালট বাক্সে না ফেলে ভোটারের হাতে কেন দেওয়া হলো? ধরা খাওয়ার জন্য? খুবই কাঁচা নাটক হয়ে গেল না?”
এর আগের একটি পোস্টে তিনি লিখেছিলেন, “যাদের ফাঁদে পড়া নিশ্চিত হয়েছে, তারা দ্রুত ‘সম্মিলিত বয়কট কমিটি’ ঘোষণা করুন, দুপুর দুইটার মধ্যেই।” আরেক পোস্টে তিনি ভোটদানের আহ্বান জানিয়ে বলেন, “ঢাবির ভাই-বোনেরা, যারা এখনো ভোট দেননি, দ্রুত ভোট দিয়ে আসুন, ডাকসু বানচালের চেষ্টা ঠেকান।”
তবে অভিযোগটি অস্বীকার করেছেন কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা। তিনি বলেন, “ব্যালট হাতে নিয়েই অভিযোগ করলে সঙ্গে সঙ্গে যাচাই করা যেত। কিন্তু বুথে প্রবেশের পর অভিযোগ আনা যৌক্তিক নয়। এরপরও আমরা নতুন ব্যালট দিয়েছি। সব ব্যালট পরীক্ষা করা হলেও এরকম কোনো চিহ্ন পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে অর্ধেক ভোট কাস্ট হয়ে গেছে। কেউ নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য এমন অভিযোগ তুলতে পারে, কিংবা শিক্ষার্থী ভুল করেও থাকতে পারেন।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    