

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (কুকসু) সংক্রান্ত নতুন খসড়া গঠনপ্রস্তাব প্রকাশ করেছে।
প্রস্তাব অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ২১টি পদ এবং হল সংসদে ১১টি পদ থাকছে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ১৯টি ও হল সংসদের ৯টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হবে।
খসড়ায় বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদাধিকার হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাকি ১৯টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন। হল সংসদে ১১টি পদের মধ্যে হল প্রাধ্যক্ষ সভাপতি হবেন এবং কোষাধ্যক্ষ হবেন আবাসিক শিক্ষক বা হাউজ টিউটরদের মধ্যে একজন। বাকি ৯টি পদ নির্বাচনের মাধ্যমে পূরণ হবে।
প্রার্থী হওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই স্নাতক (সম্মান) প্রথম বর্ষ থেকে অধ্যয়নরত থাকতে হবে। দ্বিতীয় বা তার অধিক স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থী নিয়মিত শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন না। সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ২৮ বছর এবং প্রার্থী হওয়ার পূর্বে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, সান্ধ্যকালীন, নির্বাহী, বিশেষ মাস্টার্স, এমফিল, পিএইচডি, ডিপ্লোমা বা ভাষা কোর্সের শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবেন না। নিষিদ্ধ সংগঠনের সদস্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন না।
খসড়া গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন। তিনি বলেন, “পাঁচ দিন সময় দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ই-মেইলের মাধ্যমে মতামত পাঠাতে পারবে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ডেকে খসড়া ইউজিসিতে পাঠাবে। তারপর মন্ত্রণালয় এবং আইনজ্ঞদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডেপুটি রেজিস্ট্রার বিপ্লব চন্দ্র মজুমদার (সচিব), ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান খান এবং একই বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ।
শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ই-মেইল ([email protected] ) ঠিকানায় গঠনতন্ত্র নিয়ে মতামত পাঠাতে।
মন্তব্য করুন
