শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

৩১ সংস্থার প্রধানদের সঙ্গে বিকেলে বৈঠকে বসছে নির্বাচন কমিশন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরে—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে সরকারের ৩১টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। ইসি জানিয়েছে, বৈঠকে নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা, লজিস্টিক সহায়তা, প্রযুক্তিগত বিষয়সহ ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।

বৈঠকে উপস্থিত থাকবেন যেসব সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি

মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সড়ক পরিবহন ও সেতু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসহ আরও বেশ কিছু দপ্তরের সচিবরা অংশ নেবেন।

এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ডাক অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কারা অধিদপ্তরের প্রতিনিধিরাও।

ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে প্রতিটি সংস্থার দায়িত্ব নির্ধারণ, সমন্বয় জোরদার এবং নির্বাচনকালীন প্রশাসনিক তৎপরতা দ্রুত বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন