

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করা হবে ডিসেম্বরে—এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল ঘোষণার আগে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসছে নাসির উদ্দিন কমিশন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে সরকারের ৩১টি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। ইসি জানিয়েছে, বৈঠকে নির্বাচনের প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা, লজিস্টিক সহায়তা, প্রযুক্তিগত বিষয়সহ ২২টি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হবে।
বৈঠকে উপস্থিত থাকবেন যেসব সংস্থা ও মন্ত্রণালয়ের প্রতিনিধি
মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নৌপরিবহন, প্রবাসীকল্যাণ, পররাষ্ট্র, অর্থ, আইন, তথ্য ও সম্প্রচার, স্থানীয় সরকার, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, সড়ক পরিবহন ও সেতু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণসহ আরও বেশ কিছু দপ্তরের সচিবরা অংশ নেবেন।
এছাড়া উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ডাক অধিদপ্তর, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও কারা অধিদপ্তরের প্রতিনিধিরাও।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে প্রতিটি সংস্থার দায়িত্ব নির্ধারণ, সমন্বয় জোরদার এবং নির্বাচনকালীন প্রশাসনিক তৎপরতা দ্রুত বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হবে।
মন্তব্য করুন

