

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মহাসড়কে 'সি লাইন( ঢাকা মেট্রো ব:১৪-৭৭৭৪)' বাসের ধাক্কায় আহত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) ৫১ তম আবর্তনের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সোহেল রানা।
জরিমানা বাবদ বাস মালিক পক্ষ থেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে এ দূর্ঘটনা ঘটে।
ড্রাইভার বকুল খন্দকার(৬০) বলেন, আমি রেডিও কলোনির জ্যামে দাঁড়িয়ে ছিলাম, ডানে অল্প ফাকা জায়গা ছিল সেইখানেই শিক্ষার্থীর বাইকটা দাঁড়িয়ে ছিল, আমি সেটা খেয়াল করিনি।
জ্যাম ছাড়ালে না দেখেই টান দেই, এতে মোটরসাইকেলে বসা শিক্ষার্থী ঝুকি বুঝে ডিভাইডার টপকে লাফ দেয়, সেখান থেকেই তার পায়ে আঘাত লাগে।
মোটরসাইকেলটি গাড়িতে লেগে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। সবকিছু বাবদ আপোষের মাধ্যমে আমরা ক্ষতিপূরণ দিয়েছি।
করতব্যরত এসআই আনজিল আহমেদ বলেন, আমরা দূর্ঘটনার পর সেখানে পৌছে গাড়ি জব্দ করেছি। উভয় পক্ষের মীমাংসার মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা জরিমানা করেছি।
জরিমানা ভিক্টিমকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও চালককে সড়ক ও পরিবহন আইনের ৮৭ নং ধারায় মামলা দেওয়া হয়েছে৷ সেখানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু আইনগত প্রক্রিয়া শেষে গাড়ি হস্তান্তর করা হবে।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো: রাসেল মিয়া বলেন, আমরা দূর্ঘটনার খবর পেয়ে সাথে সাথে প্রক্টর স্যারসহ ঘটনাস্থলে পৌছায়। আহত শিক্ষার্থীকে হসপিটালে পাঠিয়ে গাড়ি জব্দ করি এবং ক্ষতিপূরণ বাবদ উভয়ের সম্মতিতে মালিক পক্ষ থেকে ৫০ হাজার টাকা আদায় করে আহত শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন
