রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শাবিপ্রবি ফ্রি র‌্যাবিস ভ্যাকসিন কর্মসূচি

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
শাবিপ্রবি ফ্রি র‌্যাবিস ভ্যাকসিন
expand
শাবিপ্রবি ফ্রি র‌্যাবিস ভ্যাকসিন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) র‌্যাবিসমুক্ত, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এবং সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর যৌথ উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক (র‌্যাবিস) টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ টিকাদান কার্যক্রম শুরু হয়। এতে ৫০টিরও বেশি বিড়াল ও ১০টি কুকুরকে র‌্যাবিস ভ্যাকসিন প্রদান করা হয়।কর্মসূচিতে সহযোগিতা করে প্রাণী কল্যাণ ও জীববৈচিত্র্য বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’, ‘ভেট কেয়ার সেন্টার’ সিলেট ও ‘পেটস বাবা’। এর আগে সকালে কেন্দ্রীয় অডিটরিয়ামে একটি আলোচনা সভা ও পরবর্তীতে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুলতান আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. আবু জাফর মো. ফেরদৌস ও ‘পেটস বাবা’ সংগঠনের প্রধান কর্মকর্তা ড. মোহাম্মদ সোহাগ তালুকদার, গ্রিন এক্সপ্লোর সোসাইটির সভাপতি জাহ্নবী দত্ত ও ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইসমাইল হোসেন বলেন, ‘‘এরকম আয়োজনে প্রশংসা করে বলেন পশু ও পাখির প্রতি ভালোবাসা থেকেই আমাদের সংগঠনগুলোকে এভাবেই এগিয়ে আসতে হবে। ক্যাম্পাসের কুকুর ও বিড়াল ও পোষা প্রাণীগুলোকে টিকাদানের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। আমরা প্রাণী ও মানুষের সমন্বয়ে একটি সুন্দর পরিবেশ রাখতে চাই।’’

প্রাধিকারের সভাপতি মো. শাহিন আলম বলেন, “র‌্যাবিস একটি প্রাণঘাতী রোগ। আমাদের মূল লক্ষ্য হলো কুকুর ও বিড়াল থেকে এই ভাইরাসটি নির্মূল করা। পোষা প্রাণী নিরাপদ থাকলে মানুষও এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকবে। বিশ্বে প্রতিবছর প্রায় ৬৯ হাজার মানুষ র‌্যাবিসে আক্রান্ত হয়ে মারা যায়। আমাদের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে র‌্যাবিসজনিত মৃত্যু শূন্যে নামিয়ে আনা।” গ্রিন এক্সপ্লোর সোসাইটির সহসভাপতি মুহতাসিম আজিজ রাহিন বলেন, “র‌্যাবিস একটি ভয়ংকর রোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাণীদের নিরাপদ রাখতে এই টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা এইসব ভাইরাসের ব্যাপারে সচেতন থাকবে বলে আমরা আশাবাদী।”

ভয়েস ফর জাস্টিসের সভাপতি মুমিনুর রশিদ শুভ বলেন, “ক্যাম্পাসে এই প্রথম প্রাণীদের জন্য ভ্যাকসিনেশন প্রোগ্রাম আয়োজন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ প্রতি বছর নিয়মিতভাবে এই কার্যক্রম চালু রাখা হোক, যাতে প্রাণী ও শিক্ষার্থীদের নিরাপত্তা একসঙ্গে নিশ্চিত হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন