শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু নির্বাচন: বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ভোটগ্রহণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
অন্ধকারেই চলে ভোটগ্রহণ
expand
অন্ধকারেই চলে ভোটগ্রহণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ১০ নম্বর হলে বিদ্যুৎ না থাকায় অন্ধকারেই ভোট দিতে হচ্ছে শিক্ষার্থীদের। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে এমন পরিস্থিতি তৈরি হয়।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ নম্বর হলে ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় ভোটগ্রহণ শুরু হয় প্রায় ৪৫ মিনিট পর।

কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায় এবং জেনারেটর না থাকায় ভোটগ্রহণ ব্যাহত হয়। তিনি বলেন, “যে কজন ভোটার ভেতরে ছিলেন কেবল তাদের ভোট নেওয়া হচ্ছে, বাইরে অপেক্ষমাণদের ঢুকতে দেওয়া হয়নি। আশা করছি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে।”

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১ কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

হলভিত্তিক ভোটারের মধ্যে ছাত্রদের মধ্যে সর্বাধিক ভোটার আছেন তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন এবং ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আছেন তারামন বিবি হলে ৯৮৩ জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন