

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


এর আগে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে সকাল ৯টা থেকে ভোট শুরু হওয়ার কথা থাকলেও ১০ নম্বর হলে ব্যালট পৌঁছাতে দেরি হওয়ায় ভোটগ্রহণ শুরু হয় প্রায় ৪৫ মিনিট পর।
কেন্দ্রটির দায়িত্বে থাকা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, বৃষ্টির কারণে বিদ্যুৎ চলে যায় এবং জেনারেটর না থাকায় ভোটগ্রহণ ব্যাহত হয়। তিনি বলেন, “যে কজন ভোটার ভেতরে ছিলেন কেবল তাদের ভোট নেওয়া হচ্ছে, বাইরে অপেক্ষমাণদের ঢুকতে দেওয়া হয়নি। আশা করছি দ্রুতই বিদ্যুৎ ফিরে আসবে।”
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটার তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১ কেন্দ্রে মোট ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
হলভিত্তিক ভোটারের মধ্যে ছাত্রদের মধ্যে সর্বাধিক ভোটার আছেন তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন এবং ছাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার আছেন তারামন বিবি হলে ৯৮৩ জন।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    