

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জয়া স্যানিটারি ন্যাপকিনের প্রযোজনায় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ফার্মাসিউটিক্যাল ক্লাব (এনএসইউপিসি) যৌথ আয়োজনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “ফার্মা ফেস্ট ২০২৫”।
গত ৫ এবং ৬ নভেম্বর, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানটি শিক্ষাগত উৎকর্ষ, পেশাগত সহযোগিতা ও ফার্মেসি শিক্ষার্থীদের প্রাণবন্ত সৃজনশীলতাকে উদযাপন করেছে।
ফেস্টটির সূচনা হয় ৫ই নভেম্বর, ২০২৫। দিনটি শুরু হয় একাধিক উত্তেজনাপূর্ণ ইনট্রা-ইউনিভার্সিটি প্রতিযোগিতার মাধ্যমে, যার মধ্যে ছিল ফার্মা ডিবেট ও ফার্মা অলিম্পিয়াড। এই প্রতিযোগিতায় সারা দেশ ব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং তাদের জ্ঞান, মেধা ও প্রতিযোগিতার মনোভাবের অসাধারণ প্রকাশ ঘটায়।
বিকেলে অনুষ্ঠিত হয় বিশেষ ‘ইন্ডাস্ট্রিয়াল অ্যাডভাইজরি বোর্ড ও লিডার্স’ মিটআপ, যেখানে একাডেমিয়া ও শিল্পখাতের বিশেষজ্ঞরা অংশ নিয়ে ফার্মাসিউটিক্যাল খাতের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা করেন। দিনটির সমাপ্তি ঘটে এক প্রাণবন্ত অ্যালামনাই নাইট-এর মাধ্যমে, যেখানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলিতভাবে এক সন্ধ্যা অতিবাহিত করেন স্মৃতিচারণা, নেটওয়ার্কিং ও আনন্দঘন পরিবেশে।
৬ নভেম্বর সকাল ১০:৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হয় উদ্বোধনী ভাষণের মাধ্যমে। উদ্বোধনী ভাষণে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ হুসেন শাহরিয়ার।
দুই দিনব্যাপী এই জমকালো আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী, উপ-উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রব খান, সাইফ নাসের, ম্যানেজিং ডাইরেক্টর এস.এম.সি এন্টারপ্রাইজ লিমিটেড, রেনাটা ফার্মাসিউটিক্যাল পিএলসির সিইও এবং এম.ডি সৈয়দ এস. কায়সার কবির, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারিন কারিম, রেডিয়ান্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম.ডি.অ নাসের শাহরিয়ার জাহিদি, এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম। এছাড়াও অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টি থেকে মো. বেনাজির আহমেদ, মি. এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. সৈয়দ এস. কায়সার কবির, সিইও ও ম্যানেজিং ডিরেক্টর, রেনাটা পিএলসি। তিনি তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় ফার্মাসিউটিক্যাল খাতে উদ্ভাবন, নৈতিকতা ও উদ্যোক্তা মনোভাবের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে ফ্যাকাল্টি অ্যাডভাইজার আদিত মুক্তাদির পাভেল ধন্যবাদ জ্ঞাপন করেন, এরপর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ফার্মা ম্যাগাজিন ও ফার্মা এক্সিবিশন।
দুই দিন ব্যাপীই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাঙ্গণে সাজানো হয়েছিল বর্ণাঢ্য ও প্রাণবন্ত স্টল। নামী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর পাশাপাশি শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণা ও প্রকল্প প্রদর্শন করেন, যা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে। উৎসবমুখর পরিবেশে সহযোগিতা, উদ্ভাবন এবং শিক্ষার এক চমৎকার সমন্বয় ফুটে ওঠে ফার্মা ফেস্ট ২০২৫-এ। দিন শেষে অনুষ্ঠানটি সমাপ্তি হয় সমাপনী বক্তব্যের মাধ্যমে। অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন অতিথিগণ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মোহাম্মদ হোসেন শরিয়ার, নর্থ সাউথ স্কুল অফ লাইফ এন্ড হেলথ সায়েন্স-এর ডিন, প্রফেসর ড. দিপাক কুমার মিত্র, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (আইসি) এবং ট্রেজারার, প্রফেসর আব্দুর রব খান এবং নর্থ সাউথের বোর্ড অফ ট্রাস্টি মেম্বার মোঃ বেনাজির আহমেদ, মি. এম. এ. কাশেম, এবং মি. আজিজ আল কায়সার (টিটো) এবং প্রধান অতিথি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান মোঃ নাসের শাহরিয়ার জাহেদী। বক্তব্যের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় যেখানে প্রতিযোগিতার বিজয়ীদের সম্মাননা প্রদান করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামে দুই দিনব্যাপী এই জ্ঞান, উদ্ভাবন ও উদযাপনের মহোৎসবের।
মন্তব্য করুন