শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের সঙ্গে আলোচনায় সময় চেয়েছে ৯ দল, মির্জা ফখরুলকে ফোন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম
জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, হামিদ হোসেন আজাদ
expand
জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, হামিদ হোসেন আজাদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টিসহ নয়টি রাজনৈতিক দল জামায়াতে ইসলামী বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসতে সময় চেয়েছে।

সাম্প্রতিক রাজনৈতিক সমীকরণ ও সমঝোতার সম্ভাবনা নিয়ে এ আলোচনা প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

দলগুলোর নেতারা জানিয়েছেন, তারা জামায়াতের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব পেয়েছেন, তবে অভ্যন্তরীণ পর্যালোচনা শেষে সিদ্ধান্ত জানানো হবে।

এনসিপি ও এবি পার্টির পাশাপাশি আরও কয়েকটি রাজনৈতিক দলও আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে বলে সূত্রে জানা যায়।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার উদ্যোগ নিয়েছে। দলটির পক্ষ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে নতুন সমঝোতা বা জোট গঠনের লক্ষ্যে এ ধরনের যোগাযোগ বাড়ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন