

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন দেখা দেয়।
দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে আগুন লাগার পর নিকটস্থ ফায়ার সার্ভিস স্টেশন থেকে দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রূপপুর মডার্ন, গ্রীন সিটি, রূপপুর অস্থায়ী ও ঈশ্বরদী ফায়ার স্টেশনের আরও সাতটি ইউনিট যুক্ত হয়।
দমকল বাহিনীর প্রায় ৪৫ মিনিটের প্রচেষ্টায় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন
