শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এল নিষিদ্ধ পণ্য

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
২৫ টন পপি বীজ জব্দ করা হয়
expand
২৫ টন পপি বীজ জব্দ করা হয়

পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে ৩২ টন পাখির খাবারের সঙ্গে লুকিয়ে আনা হয়েছিল ২৫ টন পপি বীজ।

গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের কাস্টমস কর্মকর্তারা এই আমদানি-নিষিদ্ধ চালান জব্দ করেছেন।

চট্টগ্রাম কাস্টমস বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। পপি বীজ ‘ক’ শ্রেণির মাদক হিসেবে বিবেচিত।

যদিও এটি পাকিস্তান থেকে পাখির খাদ্যের আড়ালে আনা হচ্ছিল, তবু নীতিগতভাবে নিষিদ্ধ পণ্য।

চালানটি আমদানি করেছে কোরবানিগঞ্জের মেসার্স আদিব ট্রেডিং। আমদানি নথিতে ৩২ টন পাখির খাদ্য উল্লেখ থাকলেও, দুই কনটেইনার গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে নামানো হয় এবং খালাসের জন্য বেসরকারি ডিপো ছাবের আহম্মেদ টিম্বার কোম্পানি লিমিটেডে পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস কর্মকর্তারা খালাস স্থগিত করে চালান পরীক্ষা শুরু করেন। ২২ অক্টোবর কনটেইনার খোলা হয় এবং পরীক্ষার জন্য নমুনা তিনটি ল্যাবরেটরিতে পাঠানো হয়।

এসময় দেখা যায়, সাত টন পাখির খাদ্যের মধ্যে লুকানো হয়েছে ২৫ টন পপি বীজ।

কাস্টমস কর্মকর্তা জানান, কনটেইনারের ভেতরে পাখির খাদ্যের আড়ালে পপি বীজ রাখা হয়েছিল।

পপি বীজ ‘পোস্তদানা’ হিসেবে রান্নায় ব্যবহার হলেও, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে এটি ‘ক’ শ্রেণির মাদক। এছাড়া আমদানি নীতি আদেশ ২০২১-২৪-এর অনুচ্ছেদ ৩(১)(খ)-এ পপি বীজকে আমদানি-নিষিদ্ধ পণ্যের তালিকায় রাখা হয়েছে।

চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ ২ হাজার ৪৮২ টাকা, কিন্তু কায়িক পরীক্ষায় এর বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা ধরা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন