শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুই বিভাগের জন্য দুঃসংবাদ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
expand
দুই বিভাগের জন্য দুঃসংবাদ

দেশের দুই বিভাগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

তবে বাকি অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এক আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না।

পরবর্তী দুই দিন—শুক্রবার ও শনিবার (৭ ও ৮ নভেম্বর)—দেশজুড়ে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এসব দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, আর দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন