

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ জন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামানের আদালতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্ত শেষে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর এ্যানি এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলায় অভিযুক্তরা হলেন— ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাইদুর রহমান শাহিদ, সাগর, আফজালুর রহমান সায়েম, ফাতেমা আফরিন পায়েল, আলিফ, জাহিদ, মেহেদী হাসান প্রিন্স, নির্বাহী সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী ও সোনিয়া আক্তার লুবনা।
অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত হওয়া জাহাঙ্গীর আলম গত ১৮ জুলাই কাঁচপুর ব্রিজ এলাকায় পুলিশের গুলিতে জখম হন। আহত কর্মীদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন বিভিন্ন সময় কাজ করে আসছে।
চলতি বছরের ২৭ মে তিনি অনুদানের বিষয়ে কথা বলতে ফাউন্ডেশনের অফিসে গেলে অভিযুক্ত কর্মকর্তারা তাকে একটি কক্ষে নিয়ে বেধড়ক মারধর করেন।
অভিযোগ অনুযায়ী, জিআই পাইপ দিয়ে মাথায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে তাকে আবারও নির্যাতন করা হয় এবং ‘ভুয়া জুলাই যোদ্ধা’ স্বীকার করতে চাপ দেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা তার মোবাইল ফোন জব্দ করে ফেসবুকে দেওয়া পোস্ট ও ছবির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং বিএনপি নেতার সঙ্গে ছবি তোলার কারণ জানতে চান।
এরপর তার হাতে ইনজেকশন প্রয়োগ করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন
