শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে আসলো নতুন চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম
expand
ফেসবুকে আসলো নতুন চমক

দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ব্যবহারকারীদের জন্য বিরূপ প্রতিক্রিয়া জানানোর নতুন সুযোগ নিয়ে এলো ফেসবুক। সামাজিক যোগাযোগমাধ্যমটি তাদের মোবাইল অ্যাপে পরীক্ষামূলকভাবে চালু করেছে ‘ডিসলাইক’ বাটন।

অ্যাপটি আপডেট করার পর অনেক ব্যবহারকারী ইতোমধ্যেই নতুন এই বাটনটি দেখতে পাচ্ছেন। এর মাধ্যমে তারা কোনো মন্তব্যে সরাসরি অসম্মতি বা নেতিবাচক প্রতিক্রিয়া জানাতে পারবেন। শুরুতে ফেসবুক নিচের দিকে তীরচিহ্নযুক্ত “Annoying” নামে একটি বোতাম পরীক্ষা করলেও অল্প সময়ের মধ্যেই সেটির নাম বদলে আরও পরিচিত ‘Dislike’ রাখা হয়।

তবে নতুন এই ফিচারটি আপাতত শুধু মোবাইল সংস্করণেই দেখা যাচ্ছে। ওয়েব ভার্সনে এখনো যুক্ত হয়নি, আবার সব ব্যবহারকারীর অ্যাপেও এটি দৃশ্যমান নয়। মেটার পক্ষ থেকেও বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, সীমিত পরিসরে পরীক্ষার পর ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বিবেচনা করে ধীরে ধীরে এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

দীর্ঘদিন ধরে ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক প্রতিক্রিয়া প্রকাশের জন্য আলাদা বোতামের দাবি জানিয়ে আসছিলেন। ‘লাইক’ ও অন্যান্য রিঅ্যাকশনগুলো সাধারণত ইতিবাচক আবেগ প্রকাশ করে, কিন্তু সব পোস্ট বা মন্তব্য যে সমর্থনের দাবিদার তা নয়। তাই এই ‘ডিসলাইক’ ফিচারকে অনেকেই বাস্তব অনুভূতি প্রকাশের এক নতুন মাধ্যম হিসেবে দেখছেন।

বিশেষজ্ঞদের মতে, মন্তব্যে সরাসরি আপত্তি বা অসন্তুষ্টি জানানোর সুযোগ তৈরি হলে ফেসবুকের যোগাযোগের ধরন আরও খোলামেলা ও বাস্তবসম্মত হবে। যদিও এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তবুও ফিচারটির আগমনকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ধরণে একটি বড় পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন