

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সম্প্রতি ভারতের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বের টুইটার)-এ ভাইরাল হয়েছে, যেখানে চলন্ত সিঁড়িতে সাহায্য করতে গিয়ে এক তরুণকে অপ্রত্যাশিত বিপাকে পড়তে দেখা যায়।
চলন্ত সিঁড়িতে ওঠার সময় এক তরুণী ভীষণ ভয় পাচ্ছিলেন। তার চোখেমুখে ছিল আতঙ্ক এবং পা কাঁপছিল। এ সময় পাশে থাকা এক তরুণ সাহায্যের জন্য তার দিকে হাত বাড়িয়ে দেন।
কিন্তু সেই সাহায্যই কাল হয়। তরুণটি যখন তরুণীর হাত ধরে সিঁড়িতে তোলার চেষ্টা করছিলেন, ঠিক তখনই হঠাৎ ভয় পেয়ে তরুণীটি সটান তরুণের কোলে লাফিয়ে উঠে পড়েন।
মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে দু'জনই চলন্ত সিঁড়ির ধাপে পড়ে যান। আশপাশের লোকজন এই অপ্রত্যাশিত ঘটনা দেখে হতভম্ব হয়ে পড়েন।
তবে কিছুক্ষণের মধ্যেই তরুণটি নিজেকে সামলে নেন এবং তরুণীকে কোলে তুলে নিয়ে সিঁড়ির একটি ধাপে দাঁড় করিয়ে দেন।
এই ঘটনার ভিডিওটি বর্তমানে এক্স প্ল্যাটফর্মে ব্যাপকভাবে শেয়ার হচ্ছে। যদিও ঘটনাটি ভারতের ঠিক কোন স্থানে এবং কবে ঘটেছে, তা এখনও স্পষ্ট জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন ভিডিওটি প্রকাশ করেছে। অনেকেই ধারণা করছেন, এটি হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে সাজানো নাটক।
ভিডিওটি ঘিরে নেটিজেনদের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন, দু’জনেই অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, এ সবই রিল বানানোর নাটক।
ঘটনা বাস্তব হোক বা সাজানো, ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক মিলিয়ন মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
মন্তব্য করুন
