

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা দিয়ে একটি গণভোট আয়োজন করা সম্ভব।
তিনি বলেন, যদি চাঁদাবাজি বন্ধ করা হয়, প্রতিদিনও একটি করে গণভোট করানো সম্ভব এবং তাতে অর্থের কোনো ঘাটতি হবে না।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
ডা. তাহের আরও বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হওয়া উচিত। নির্বাচনের তফসিল ঘোষণার পরও গণভোট আয়োজনের কোনো আইনি বাধা নেই। তাই এটি করতে হবে।”
সরকার ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন, “অনেকে বলছেন এতে অনেক অর্থ খরচ হবে। কিন্তু একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, সেটি দিয়েই একটি গণভোট করা সম্ভব। তাই এই অবৈধ কার্য বন্ধ করে গণভোট আয়োজন করুন।
মন্তব্য করুন
