বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৭ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাত পোহালেই জকসু নির্বাচন, স্বচ্ছতা ও নিরাপত্তার আশ্বাস উপাচার্যের 

জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৪৯ পিএম
expand
রাত পোহালেই জকসু নির্বাচন, স্বচ্ছতা ও নিরাপত্তার আশ্বাস উপাচার্যের 

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে সুষ্ঠুতা, স্বচ্ছতা ও নিরাপত্তার পূর্ণ আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

সোমবার (৫ জানুয়ারি) এনপিবি নিউজকে উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “দীর্ঘ ২০ বছরের ইতিহাসে এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদ জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে আনন্দ, উৎসব ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা আমাদের মনকে ভরে দিয়েছে।”

এদিকে নির্বাচন বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, আগামীকাল জকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে গৃহীত সব নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে, যাতে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।”

আগামীকাল সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোট গণনা করা হবে ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে। এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক প্রার্থী তালিকা অনুযায়ী— মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ছাত্রী হল সংসদে ১৩টি পদের বিপরীতে প্রার্থী তালিকায় রয়েছে— সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থী রয়েছেন।

এদিকে জকসু নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিজস্ব নিরাপত্তা টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X