

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাদা দল।
শনিবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশ বর্তমানে অত্যন্ত সংকটময় সময় পার করছে। এ পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব দল ও ব্যক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। হাদির ওপর এ হামলাকে একটি গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলা হয়, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা বিনষ্ট করতে চায় এ ঘটনা তাদেরই অপকর্ম। অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এতে আরও বলা হয়, মনগড়া বক্তব্য ও বিবৃতি প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ সৃষ্টি করে। যারা এ ধরনের অপচেষ্টা চালাচ্ছেন, তাদের এ পথ থেকে সরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ। পাশাপাশি শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।
উল্লেখ্য গতকাল জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মন্তব্য করুন
