

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরীফ ওসমান হাদীর সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবৃন্দ।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঢাবির বটতলায় এ মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
এ সময় শহিদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের ভিপি মু. আহসান হাবিব ইমরোজ বলেন, ওসমান হাদী ভাই জুলাই সনদের জন্য আওয়াজ তুলেছিলেন। জুলাই যোদ্ধাদের জন্য আওয়াজ তুলেছিলেন। তিনি আপাদমস্তক একজন জুলাই যোদ্ধা।
তিনি বলেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের নিরাপত্তা বাদ দিয়ে মাংসের মধ্যে আলু খুঁজে বেড়ান। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এ হামলার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। আমরা তাদের এ ন্যাক্কারজনক ভূমিকার নিন্দা জানাই।
ঢাবি শিক্ষার্থী মো. নাসিম বলেন, হাদী ভাই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। তাকে হারালে এ জাতীর এক অপূরনীয় ক্ষতি হবে। তিনি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে সদা আপোসহীন ছিলেন।
তিনি আরও বলেন, হাদী ভাই বর্তমানে আশংকাজনক অবস্থায় আছেন। আমরা আল্লাহর নিকট উনার সুস্থতা কামনা করি এবং দেশবাসীকেও দোয়া করতে আহ্বান জানাই।
আরেক শিক্ষার্থী মো. হীরা বলেন, জুলাইয়ের স্টেক নিয়ে নানা টানাটানি চললেও হাদী ভাই সবসময় জুলাইকে ধারণ করতেন। এজন্য তাকে সবার আগে টার্গেট করা হয়েছে। অথচ ২৪ ঘন্টার বেশি সময় অতিবাহিত হলেও পুলিশ হামলাকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি। আমরা দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানাই।
ঢাবি শিক্ষার্থী অনিক মিয়া বলেন, বাংলাদেশের অনেক মানুষ ৫ আগষ্টের পরে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন। ওসমান হাদী এমনই একজন মানুষ। আমরা আল্লাহর নিকট একটা মিরাকলের প্রত্যাশা করি। আমরা আশা করি আল্লাহ একটা মিরাকলের মাধ্যমে হাদী ভাইকে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন।
মন্তব্য করুন
