শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
১০ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শাবিতে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ সম্পন্ন

শাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১০:২২ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ
expand
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রথমবারের মতো ‘মাস্টারিং অ্যাকাডেমিক রাইটিং: ফ্রম প্ল্যানিং টু প্রোডাকশন’ শীর্ষক দুই দিনব্যাপী একাডেমিক রাইটিং প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সাস্ট রাইটিং সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স, এমফিল ও পিএইচডি পর্যায়ের ৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ, প্রশিক্ষণের কোর্স ডিরেক্টর অধ্যাপক ড. আশরাফ সিদ্দীকী এবং ইউএস ডিপার্টেমেন্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফেলো ও শাবির ভিজিটিং স্কলার টিমোথি জান্ডা। এর আগে, সোমবার সকাল সাড়ে নয়টায় আইকিউএসি ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

রাইটিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ মুরাদ বলেন, প্রশিক্ষণের লক্ষ্য হলো গবেষণা ও থিসিস লেখার মৌলিক ধারণা, কাঠামো এবং ভাষার শুদ্ধতা সম্পর্কে শিক্ষার্থীদের প্রস্তুত করা। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা থিসিসের গঠন, লিটারেচার রিভিউ করার কৌশল, উৎস ব্যবহারের নীতি, এবং একাডেমিক লেখার স্টাইল ও প্রবাহ উন্নত করার বিষয়গুলোতে হাতে-কলমে দিকনির্দেশনা পেয়েছেন। এ দক্ষতা তাদের পড়াশোনায় কাজে লাগবে বলে আশাবাদী।”

এছাড়া একই বিষয়ে সাস্ট রাইটিং সেন্টার ৮ ও ৯ ডিসেম্বর দ্বিতীয় দফার প্রশিক্ষণ আয়োজন করবে। এতে কৃষি ও খনিজ বিজ্ঞান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি, জীববিজ্ঞান এবং ভৌত বিজ্ঞান অনুষদের মাস্টার্স, এমফিল ও পিএইচডি শিক্ষার্থীদের আরও ৪৫ জন অংশ নেবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X