

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের উদ্যোগে 'সেলস ফেয়ার' এর আয়োজন করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের একাডেমিক ভবনের সামনে এ মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি হবে বিকেল ৫টায়।
জানা যায়, অনুষ্ঠিত 'সেলস ফেয়ার' এর প্রধান পৃষ্ঠপোষক আকিজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড। সকাল থেকেই ব্যবসায় শিক্ষা অনুষদসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ ও অনুষদের শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার সাথে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উপচেপড়া দর্শকদের ভিড়ে এখনো পর্যন্ত সফলভাবে আয়োজিত হচ্ছে অনুষ্ঠানটি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসুর) নবনির্বাচিত (ভিপি) সহ-সভাপতি আবু সাদিক কায়েম সহ ডাকসুর অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যরা মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন।
মেলায় আগত শিক্ষার্থীদেরকে তাদের নবনির্বাচিত ভিপিকে পেয়ে কুশল বিনিময় ও সেলফি তুলতে ব্যস্ত হতে দেখা যায়।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রেদুয়ান মিয়া বলেন, মূলত এই আয়োজনটা প্রতিবছরই করার উদ্যোগ নেওয়া হয়ে থাকে তবে সর্বশেষ ২০২২ সালে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল।
মার্কেটিং বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী জুলফিকার মাহমুদ মুন্না বলেন ,' আমাদের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারে 'সেলস ম্যানেজমেন্ট' নামে একটা কোর্স আছে, তারই অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহারিকভাবে আজকে আমাদের এই 'সেলস ফেয়ার' এর আয়োজন'।
তিনি জানান, মেলাই সর্বমোট ১৬ টি স্টল রয়েছে এবং স্টল গুলোতে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের সাথে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক ভাবে 'সেলস এক্সপেরিয়েন্স' অর্জন করার সুযোগ পাচ্ছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
