

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শেষ হয়েছে সম্প্রতি। পরীক্ষার পর থেকেই চাকরিপ্রার্থীদের মধ্যে মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে সম্ভাব্য কাট মার্কস।
এবারের প্রশ্নপত্রের ধরন ছিল কিছুটা আলাদা—বাংলা, বিজ্ঞান, কম্পিউটার ও মানসিক দক্ষতা অংশ অনেকের কাছেই কঠিন লেগেছে। প্রার্থীদের মতে, সম্ভাব্য কাট মার্কস হতে পারে ৯৫ থেকে ১০৫, তবে কেউ কেউ বলছেন এটি ১১০ পর্যন্তও যেতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাগরিকা জানান, আগের বিসিএসের তুলনায় এবারের প্রশ্ন অনেক কঠিন ছিল। সাধারণত যেসব বিষয় গুরুত্ব দিয়ে পড়া হয় তার বাইরে থেকেও প্রশ্ন এসেছে। তার ধারণা, কাট মার্কস হবে প্রায় ১০০-এর কাছাকাছি।
বাংলা বিভাগের শিক্ষার্থী আফরোজা আখি বলেন, বাংলা বিষয়টিই কঠিন লেগেছে, আর আইসিটি অংশ ছিল বেশ জটিল। তার মতে, উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা অনুযায়ী কাট মার্কস ভিন্ন হতে পারে—যদি কম প্রার্থী উত্তীর্ণ হয় তবে কাট মার্কস ৯৫–১০০-এর মধ্যে, আর বেশি হলে তা ১১০ পর্যন্ত যেতে পারে।
অন্য এক প্রার্থী ফাহমিদা নওরীদ জানান, এবারের প্রশ্নে রিপিট প্রায় ছিল না। আইসিটি ও বিজ্ঞান অংশ ছিল কঠিন, ইংরেজি ছিল উচ্চ মানের। তার মতে, কাট মার্কস ১০৫–১০৮-এর বেশি হওয়ার সম্ভাবনা নেই। আবার, স্বাস্থ্য ক্যাডারে বেশি পদ থাকায় উত্তীর্ণ প্রার্থী বাড়লে কাট মার্কস ১০০-এর নিচেও নেমে যেতে পারে।
একজন বিসিএস ক্যাডার শিক্ষক বলেন, কাট মার্কস নির্ভর করে কতজনকে উত্তীর্ণ করা হবে তার ওপর। যদি ২০ হাজার প্রার্থীকে প্রিলিতে নেওয়া হয় তবে এটি হতে পারে ৯৩–৯৫, ১৫ হাজার হলে ৯৬–৯৮ এবং আরও কম প্রার্থী উত্তীর্ণ হলে ৯৯–১০৫।
সরকারি কর্ম কমিশনের সূত্র অনুযায়ী, কাট মার্কস নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনা করা হয়—পরীক্ষার্থীর সংখ্যা, ক্যাডার ও নন-ক্যাডার পদ, পরীক্ষায় প্রার্থীদের পারফরম্যান্স এবং পুরো বিসিএস দ্রুত শেষ করার পরিকল্পনা। তাই প্রতিবারই কাট মার্কস ভিন্ন হয়ে থাকে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    