বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

কমান্ডার সোহায়েল কেরানীগঞ্জ কারাগারেই আছেন, কর্তৃপক্ষ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৭ পিএম
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল
expand
চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল

চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েল কানাডায় অবস্থান করছেন— এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে বাংলাদেশ কারা অধিদপ্তর।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কারা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানায়, “কমান্ডার সোহায়েল বর্তমানে ঢাকা জেলার কেরানীগঞ্জ কারাগারে আটক আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “তাঁকে কানাডার টরন্টোতে দেখা গেছে— এমন গুজব ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ প্রপাগান্ডা। জনসাধারণকে এসব বিভ্রান্তিকর তথ্যের প্রতি সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।”

প্রসঙ্গত, শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়, যেখানে দাবি করা হয়— রিয়ার অ্যাডমিরাল (অব.) সোহায়েলকে টরন্টোর স্কারবরো এলাকায় দেখা গেছে। পরদিনই কারা কর্তৃপক্ষ এই গুজবের আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন