বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিয়োগ জালিয়াতির অভিযোগ: কুয়েট ও যবিপ্রবির সাবেক ভিসি 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম
expand
নিয়োগ জালিয়াতির অভিযোগ: কুয়েট ও যবিপ্রবির সাবেক ভিসি 

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তারসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগে এই মামলা করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সংস্থাটির কার্যালয়ে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, ২০২৩ সালে পরিচালক পদে নিয়োগের সময় এই জালিয়াতি করা হয়। সেসময় নিয়োগ বোর্ডের সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সাবেক এই দুই ভিসিসহ মোট ৬জনের বিরুদ্ধে মামলার কথা জানান দুদকের মুখপাত্র।

এছাড়া, দুর্নীতির মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার একেএম শামসুজ্জামানকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন