

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাবেক ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য ড. আব্দুস সাত্তারসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক। নিয়োগ জালিয়াতির অভিযোগে এই মামলা করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে সংস্থাটির কার্যালয়ে এ তথ্য জানান দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম। তিনি বলেন, ২০২৩ সালে পরিচালক পদে নিয়োগের সময় এই জালিয়াতি করা হয়। সেসময় নিয়োগ বোর্ডের সদস্যদেরও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সাবেক এই দুই ভিসিসহ মোট ৬জনের বিরুদ্ধে মামলার কথা জানান দুদকের মুখপাত্র।
এছাড়া, দুর্নীতির মামলায় কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার একেএম শামসুজ্জামানকে রাজধানীর সেগুনবাগিচা থেকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন