

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সহকারী প্রক্টর নুরুল হামিদ কাননের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে জীববিজ্ঞান অনুষদের পেছনের গ্রীনহাউস এলাকায় একটি ঘর থেকে সুমন চাকমা ও তার সহযোগীকে আটক করা হয়।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানান, বহিরাগতদের ঘন ঘন উপস্থিতি এবং শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত সন্দেহ তৈরি করায় নিরাপত্তা টিম বিষয়টি তদন্ত শুরু করে। পরে রাতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, নারী আটককৃত ব্যক্তি সুমনের স্ত্রী নয়। তল্লাশিতে ঘরের পেছনে মদ কারখানা থেকে প্রায় ৩০ লিটার সদ্য তৈরি গরম মদ, ৫ লিটার ডেক্সি, প্রস্তুত বোতল এবং মদ তৈরির উপকরণসহ হিসাব সংবলিত নোটবুক জব্দ করা হয়েছে।
সহকারী প্রক্টর জানান, বিশ্ববিদ্যালয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ব্যবসা চালানোর কারণে লিজ বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া অনুমতিহীনভাবে গাছ কাটার অভিযোগে আর্থিক জরিমানা করা হবে।
প্রাথমিক অনুসন্ধান থেকে জানা গেছে, সুমন চাকমা শুধু মদ ব্যবসা নয়, দেশের বনাঞ্চল থেকে বন্য শুকর, হরিণ, বন্য মুরগিসহ বিভিন্ন প্রাণী শিকার করতেন এবং এর মাংসও বিক্রি করতেন।
বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীও নিয়মিত তার কাছ থেকে মদ কিনতেন বলে তথ্য পাওয়া গেছে।
অভিযানের সময় বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনস্পেকটর মোস্তফা কামালের নেতৃত্বে পুলিশ দল সহায়তা করে। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বন্যপ্রাণী শিকার এবং অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন

