বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড শতভাগ প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩২ পিএম আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৩ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত
expand
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “নির্বাচনের জন্য শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হয়েছে। এখন দায়িত্ব রাজনৈতিক দলের নেতাদের, তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “একজনের নামে রেজিস্ট্রেশন করা সিম অন্য কেউ ব্যবহার করে অপরাধ করলে প্রকৃত অপরাধীকে শনাক্ত করা কঠিন হয়। তাই জাতীয় নির্বাচনের আগে আমরা সিম রেজিস্ট্রেশন পদ্ধতিতে কড়াকড়ি আনতে যাচ্ছি। একজন ব্যক্তি সর্বোচ্চ সাতটি সিম নিজের এনআইডি দিয়ে ব্যবহার করতে পারবেন।”

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের সমস্যা সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বদলি ও পদায়নে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে তিনি বলেন, গণমাধ্যম যদি কোথাও অনিয়মের খবর পায়, তাহলে তা প্রকাশ করতে পারে সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি ব্যবহারের অনুমতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে উপদেষ্টা সরাসরি উত্তর না দিয়ে বলেন, “যে কেউ নিরাপত্তার স্বার্থে আবেদন করলে সেটি বিবেচনা করা হবে।

সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন