রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমরা প্রধান অভিযুক্তকে খুঁজছি: ডিএমপি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৩ পিএম আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
expand
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, হামলার মূল লক্ষ্যবস্তু বা প্রধান অভিযুক্তকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

শনিবার (১৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামলার পেছনে থাকা ‘প্রাইম টার্গেট’কে খুঁজে বের করতে অভিযান চলছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে ।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটের দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এতে আরও উল্লেখ করা হয়, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। তাকে খুঁজে বের করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় অথবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া সরাসরি যোগাযোগের জন্য ডিসি মতিঝিলের নম্বর ০১৩২০০৪০০৮০ এবং ওসি পল্টনের নম্বর ০১৩২০০৪০১৩২ উল্লেখ করা হয়েছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে পুরস্কার দেওয়ার কথাও জানিয়েছে ডিএমপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X