রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আজকের কর্মসূচি 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ এএম
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত
expand
মতিঝিলের শাপলা চত্বর। ছবি : সংগৃহীত

ঢাকায় প্রতিদিনই নানা সভা-সমাবেশ ও অনুষ্ঠানকে ঘিরে অনেক এলাকায় যানজট ও ভোগান্তি দেখা দেয়। তাই বাইরে বের হওয়ার আগে আজ শহরের কোথায় কী আয়োজন রয়েছে—তা জানা থাকলে চলাচল সহজ হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিতব্য উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি এক নজরে তুলে ধরা হলো—

সামরিক জাদুঘরে শুরু হচ্ছে জাতীয় উপকূল সম্মেলন ২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভা। এতে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজন করেছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে আস্থা বৃদ্ধি ও মান নিয়ন্ত্রণে কৌশলগত কাঠামো বিষয়ক সেমিনার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X