

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে অসুস্থা দেখা দিলে তাকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল চারটার দিকে ঢামেকের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতাল ও কারা সূত্রের তথ্য অনুযায়ী, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা ছিল।
গত বছর অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারপারসন জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালত।
২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের মালিকপক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে একাধিক মামলায় তানভীর মাহমুদ দোষী সাব্যস্ত হন।
মন্তব্য করুন

