শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হলমার্কের এমডি তানভীর মাহমুদ আর নেই

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ এএম
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ
expand
হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ

হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তানভীর মাহমুদ (৫৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।তিনি হলমার্ক দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শনিবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে অসুস্থা দেখা দিলে তাকে কারাগার থেকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল চারটার দিকে ঢামেকের ৬ষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাতে সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতাল ও কারা সূত্রের তথ্য অনুযায়ী, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন সমস্যা ছিল।

গত বছর অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তানভীর মাহমুদ, তার স্ত্রী ও গ্রুপের চেয়ারপারসন জেসমিন ইসলামসহ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার প্রথম বিশেষ জজ আদালত।

২০১২ সালে সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের মালিকপক্ষ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে একাধিক মামলায় তানভীর মাহমুদ দোষী সাব্যস্ত হন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X