শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শত শত প্রবাসীর কান্না, যে কারণে পড়তে পারেননি হাদির জানাজা 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু সিঙ্গাপুর সরকারের অনুমতি না থাকায় তা সম্ভব হয়নি বলে জানিয়েছে সিঙ্গাপুরের বাংলাদেশ হাইকমিশন। শুক্রবার এক বার্তায় হাইকমিশন এই তথ্য জানায়।

হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। জানাজায় অংশ নেবার জন্য শত শত বাংলাদেশি প্রবাসী উপস্থিত হয়েছেন। কিন্তু জানাজা পড়তে না পেলে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এ ছাড়া তার মরদেহ দেশের পথে রওনা হয়েছে বলেও জানা গেছে।

হাইকমিশন বলেছে, ‘গতকাল রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওসমান হাদি ইন্তেকাল করেছেন।

যথাযথ কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স না পাওয়ায় তার জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে না। এই জন্য হাইকমিশন দুঃখ প্রকাশ করছে।

সিঙ্গাপুর প্রবাসী ভাইদেরকে সিঙ্গাপুরের আইনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান তিনি।

আমরা যার যার অবস্থান থেকে বিদেহী আত্মার জন্য দোয়া ও মাগফিরাত কামনা করি।’

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করে।

ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

এ ছাড়া বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X