শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

হাদির নিজের লেখা নোটে উল্লেখ ছিল কোথায় হবে কবর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
ওসমান হাদি
expand
ওসমান হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মরহুম হাদির মরদেহ দেশে আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ।

বৃহস্পতিবার রাতে দেওয়া এক বক্তব্যে ডা. আহাদ জানান, শুক্রবার সকালে হাদির মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা শেষে জানাজা ও দাফনের সময়সূচি ও স্থান জানানো হবে।

এদিকে হাদির ছোট বোনজামাই আমির হোসেন হাওলাদার দাফন প্রসঙ্গে জানিয়েছেন, এখনো পরিবার থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মরদেহ ঢাকায় পৌঁছানোর পর দাফনের স্থান ও সময় নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, হাদির নিজের লেখা নোটে উল্লেখ ছিল—তাকে যেন তার বাবার কবরের পাশেই সমাহিত করা হয়। পরিবারের পক্ষ থেকে সেই শেষ ইচ্ছাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।

আমির হোসেন বলেন, ‘সারাদেশের মানুষের মনে হাদির জন্য যে ভালোবাসা তৈরি হয়েছিল, তা এমনি এমনি আসেনি; এটি ছিল তার দীর্ঘদিনের অর্জন। পরিবারের সবার কাছে হাদি যেমন অত্যন্ত স্নেহের ও আদরের ছিল, তেমনি এলাকাবাসীর কাছেও সে ছিল অত্যন্ত প্রিয়।’

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য পরবর্তী সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X