

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশে ফিরতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে বহুল আলোচিত ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় তারেক রহমানের একটি ঘনিষ্ঠ সূত্র এনপিবিকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
সূত্রের বরাতে জানা গেছে, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় আবেদনপত্র পূরণ করে যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের কো-অর্ডিনেটর কামাল উদ্দিনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান।
আরও জানা গেছে, তারেক রহমানের কাছে বর্তমানে কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই। তার ব্রিটিশ পাসপোর্ট রয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ফলে দেশে ফেরার ক্ষেত্রে ট্রাভেল পাস ছাড়া তার অন্য কোনো বিকল্প ছিল না।
ট্রাভেল পাস ইস্যুতে আলোচনার মূল কারণ হলো—রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তা আর নবায়ন করা হয়নি। সরকার পরিবর্তনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেননি। বর্তমান বাস্তবতায় বাংলাদেশি নাগরিক হিসেবে দেশে ফিরতে হলে ট্রাভেল পাসের মাধ্যমেই তাকে আসতে হচ্ছে।
মন্তব্য করুন
