শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ- আফগানিস্তান ও পাকিস্তান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, ভূমিকম্পটি আফগানিস্তানে বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়।

এর উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে এই ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তানও।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্পে দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হন। তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের কেন্দ্রস্থলটি টেকটোনিক প্লেটের চলাচলের কারণে সক্রিয়।

পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পের আফটারশক সম্পর্কে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ কয়েকটি প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন।

এ ছাড়া আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

সূত্র: আনাদোলু

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X